ফেনীতে একদিনে রেকর্ড ৭৮ জনের করোনা সনাক্ত!!
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে আজ ২৫ জুন, বৃহস্পতিবার নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এ ফেনীর ৩৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৮০টি নমুনা পজিটিভ যার ২টি ২য় নমুনা। তাই ফেনীতে নতুন আক্রান্ত রোগী ৭৮জন! আক্রান্তদের মধ্যে ফুলগাজীর ২ জন,পরশুরামের ২ জন, ফেনী সদরে সর্বোচ্চ ৩১ জন,সোনাগাজীতে ১২জন, দাগনভূঁঞা ২০ জন, ছাগলনাইয়ায় ১০ জন এবং অন্যান্য ১। মোট রোগী ৭৪৯ জন। নতুন সুস্থ ৮১ জন।সর্বমোট সুস্থ ২৭৪ জন। নতুন মৃত্যু ১ জন। সর্বমোট মৃত্যু ১৫ জন।