আপনার ভাবনা কী সবসময়ই সঠিক?
আমাদের মানসিকতা হচ্ছে যাকে নেগেটিভলি দেখবো তার ভালো কাজও বিষের মতো লাগে।
আর যাকে পছন্দ করি সে খারাপ কিছু করলেও অদ্ভুত যুক্তি দিয়ে তার পক্ষে সাফাই গেয়ে যাই।
প্রয়োজনে পছন্দের ব্যাক্তির জন্য আরেকজনকে গালি গালাজ করবো, তাও সেই ব্যাক্তির ভুলটা যে অপরাধ সেটা মেনে নিব না।
মানুষ মাত্রই ভুল করে। কেউতো ফেরেস্তা না। তবুও আপনার পছন্দের ব্যাক্তি/সংগঠনকে সাপোর্ট করার জন্য কেন আপনি তার অন্যায়কে মেনে নিবেন?
আবার আপনি যাকে ঘৃণা করেন তার ভালো কাজ নিয়েও কেন আপনি বিদ্রুপ করবেন?
"আমি যা বলি সেটাই ঠিক" এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন বিষয়ে ভালো মন্দ বুঝার জ্ঞান না থাকলে সে বিষয় নিয়ে কথা বলার প্রয়োজনটা কী!!
যদিও না বুঝে ভুল কিছু বলে ফেলি এবং কেউ সেই ভুল ধরিয়ে দেয় তাহলে মেনে নিতে অসুবিধা কী?
ভুল থেকে শিক্ষা গ্রহণ করলে বেশির ভাগ মানুষের কাছেই তা আজীবন মনে থাকে। তাই ভুল থেকে শিখায় কোন লজ্জা থাকতে নেই।
Comments
Post a Comment