ফেনীতে ৫০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা
আপডেট ১৫-০৬-২০২০
==================================
ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ (১৫ জুন, শনিবার) সিভিল সার্জনের তথ্যমতে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এ ফেনীর ৮৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ২৪ টি নমুনা পজিটিভ যার ৫ টি ২য় নমুনা। তাই ফেনীতে নতুন আক্রান্ত রোগী ১৯ জন। ফুলগাজী ৯ পরশুরাম ৪ সদর ৩ সোনাগাজী ৩। মোট রোগী ৫১৪ জন।
নতুন সুস্থ ৭ জন।সর্বমোট সুস্থ ১১৯ জন।
Comments
Post a Comment