আগামী ২৫ নভেম্বর সাজেক ভ্রমণে যাচ্ছে ফ্রেন্ডস ট্রাভেল টিম। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আসন সংখ্যা সিমীত থাকায় নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশনকৃত ১৫ জনের বেশি নেয়া যাচ্ছেনা বলে আমরা আন্তরিক ভাবে দুঃক্ষিত। যাকিছু নিতে পারেন: *জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধন সনদের ফটোকপি। (অবশ্যই নিতে হবে) *ব্যাগ, প্রয়োজনীয় জামা-কাপড়,পাওয়ার ব্যাংক,প্রয়োজনীয় ঔষধ। *সাজেকে রবি/এয়ারটেল সিম ছাড়া অন্যান্য অপারেটরে নেটওয়ার্ক পাওয়া যাবেনা। ভ্রমণ পরিকল্পনা: ২৫ তারিখ ভোর রাতে (৪টা) খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। সকালে খাগড়াছড়ি পৌছে সকালের নাস্তা শেষে সকাল ১০ টায় চাঁদের গাড়ি/জিপ গাড়িতে করে সেনাবাহিনীর স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্য রওনা দিব। বাঘাইছড়ি থেকে সাজেক পর্যন্ত আঁকা-বাঁকা পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাজেক পৌঁছে যাবো সাজেকে পৌছে আমরা উঠবো সাজেকের অন্যতম সৌন্দর্যমন্ডিত 'লুসাই টিজিবি রিসোর্ট' এ। দুপুরের খাবারের পর কিছুক্ষন বিশ্রাম নিয়ে আমরা যাবো কংলাক পাহাড়, রুইলুই পাড়া এবং স্টোন গার্ডেন দেখতে। সন্ধ্যায় সূর্যাস্ত দেখে আমরা সাজেকের অন্যতম আকর্ষন বাঁশের চা এর স্বাদ...
Comments
Post a Comment