Posts

ফ্রেন্ডস ট্রাভেলের সাজেক ভ্রমণ

Image
 আগামী ২৫ নভেম্বর সাজেক ভ্রমণে যাচ্ছে ফ্রেন্ডস ট্রাভেল টিম। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আসন সংখ্যা সিমীত থাকায় নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশনকৃত ১৫ জনের বেশি নেয়া যাচ্ছেনা বলে আমরা আন্তরিক ভাবে দুঃক্ষিত। যাকিছু নিতে পারেন: *জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধন সনদের ফটোকপি। (অবশ্যই নিতে হবে) *ব্যাগ, প্রয়োজনীয় জামা-কাপড়,পাওয়ার ব্যাংক,প্রয়োজনীয় ঔষধ। *সাজেকে রবি/এয়ারটেল সিম ছাড়া অন্যান্য অপারেটরে নেটওয়ার্ক পাওয়া যাবেনা। ভ্রমণ পরিকল্পনা: ২৫ তারিখ ভোর রাতে (৪টা) খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। সকালে খাগড়াছড়ি পৌছে সকালের নাস্তা শেষে সকাল ১০ টায় চাঁদের গাড়ি/জিপ গাড়িতে করে সেনাবাহিনীর স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্য রওনা দিব।  বাঘাইছড়ি থেকে সাজেক পর্যন্ত আঁকা-বাঁকা পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাজেক পৌঁছে যাবো সাজেকে পৌছে আমরা উঠবো সাজেকের অন্যতম সৌন্দর্যমন্ডিত 'লুসাই টিজিবি রিসোর্ট' এ। দুপুরের খাবারের পর কিছুক্ষন বিশ্রাম নিয়ে আমরা যাবো কংলাক পাহাড়, রুইলুই পাড়া এবং স্টোন গার্ডেন দেখতে। সন্ধ্যায় সূর্যাস্ত দেখে আমরা সাজেকের অন্যতম আকর্ষন বাঁশের চা এর স্বাদ

ফেনীতে একদিনে রেকর্ড ৭৮ জনের করোনা সনাক্ত!!

Image
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে আজ ২৫ জুন, বৃহস্পতিবার নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ  এ ফেনীর  ৩৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৮০টি নমুনা পজিটিভ যার ২টি ২য় নমুনা। তাই ফেনীতে নতুন আক্রান্ত রোগী ৭৮জন! আক্রান্তদের মধ্যে ফুলগাজীর ২ জন,পরশুরামের ২ জন, ফেনী সদরে সর্বোচ্চ ৩১ জন,সোনাগাজীতে ১২জন, দাগনভূঁঞা ২০ জন,  ছাগলনাইয়ায় ১০ জন এবং অন্যান্য ১। মোট রোগী  ৭৪৯ জন। নতুন সুস্থ ৮১ জন।সর্বমোট সুস্থ ২৭৪ জন। নতুন মৃত্যু ১ জন। সর্বমোট মৃত্যু ১৫ জন।

জেনারেশন গ্যাপ!!

Image
            ছবি:  রাজাঝির দিঘীর পাড়, ফেনী। একটু বয়সের পার্থক্য আর আচার আচরণে ভিন্নতা দেখলে এখনকার ইয়াং জেনারেশন তাদের ব্যাকডেটেট ভাবতে শুরু করে। প্রত্যেকটা জেনারেশনই তাদের সময়ের যেমন পরিবেশ ছিল সেটাতেই অভ্যাস্ত থাকে। তাই অন্যদের চাল-চলনে একটু ভিন্নতা দেখলেই ভাবে যে সে কিছুই জানেনা বা উন্মাদ!! প্রত্যেকটা জেনারেশনেরই কিছু কিছু ট্রেন্ড থাকে এবং সেটা সবাই মেনে চলে।  এভাবে মেনে চলতে চলতে তারা ভেবেই বসে যে তারা যা করছে সেটাই বেস্ট।  যেমন আমাদের আগের জেনারেশনে ঢোলা শার্ট-প্যান্ট পড়া আর গোফ রাখার একটা ট্রেন্ড ছিল। আর এখনকার জেনারেশন এসব ভাবলেই তো হাসি পাবে। আমাদের প্রজন্মের ৯০% ছেলেরাই হেয়ার কাটিং দিয়ে বাবা-মাকে কখনো খুশি করাতে পারেনা। কারণ বাবা-মায়েরা আগের জেনারেশনের মানুষ।  যারা কিনা হিরো ওয়াসিমের ফিতা করা চুলের ট্রেন্ড ফলো করে এসেছে। তাই হঠাৎ কিছুটা ভিন্নতা দেখলে মেনে নিতে পারেনা। কিন্তু তাই বলে এই প্রজন্ম তো আর সেভাবে চুল কাটবেনা। কারণ যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকেই চলতে চায়।  হয়তো আমরাও আমাদের জেনারেশনের চলমান ট্রেন্ডগুলোও এভাবেই পরবর্তী জেনারেশনের ঘাড়ে জোর পূর্বক চাপিয়ে দেয়ার চেষ্টা কর

আপনার ভাবনা কী সবসময়ই সঠিক?

Image
আমাদের মানসিকতা হচ্ছে যাকে নেগেটিভলি দেখবো তার ভালো কাজও বিষের মতো লাগে। আর যাকে পছন্দ করি সে খারাপ কিছু করলেও অদ্ভুত যুক্তি দিয়ে তার পক্ষে সাফাই গেয়ে যাই। প্রয়োজনে পছন্দের ব্যাক্তির জন্য আরেকজনকে গালি গালাজ করবো, তাও সেই ব্যাক্তির ভুলটা যে অপরাধ সেটা মেনে নিব না। মানুষ মাত্রই ভুল করে। কেউতো ফেরেস্তা না। তবুও আপনার পছন্দের ব্যাক্তি/সংগঠনকে সাপোর্ট করার জন্য কেন আপনি তার অন্যায়কে মেনে নিবেন? আবার আপনি যাকে ঘৃণা করেন তার ভালো কাজ নিয়েও কেন আপনি বিদ্রুপ করবেন? "আমি যা বলি সেটাই ঠিক" এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন বিষয়ে ভালো মন্দ বুঝার জ্ঞান না থাকলে সে বিষয় নিয়ে কথা বলার প্রয়োজনটা কী!! যদিও না বুঝে ভুল কিছু বলে ফেলি এবং কেউ সেই ভুল ধরিয়ে দেয় তাহলে মেনে নিতে অসুবিধা কী? ভুল থেকে শিক্ষা গ্রহণ করলে বেশির ভাগ মানুষের কাছেই তা আজীবন মনে থাকে। তাই ভুল থেকে শিখায় কোন লজ্জা থাকতে নেই।

ব্রেকিংনিউজ ফেনীতে আরো ৪৯ জন করোনায় আক্রান্ত

Image
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে  ফেনীতে আরো ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনী সদরে ২৫, সোনাগাজীতে ১৩, দাগনভুঞায় ৮, ফুলগাজীতে ২ ও ছাগলনাইয়ায় ১ জন রয়েছেন। আজ মঙ্গলবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে এ প্রতিবেদন আসে।

ফেনীতে ৫০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

Image
আপডেট  ১৫-০৬-২০২০ ================================== ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ (১৫ জুন, শনিবার) সিভিল সার্জনের তথ্যমতে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এ ফেনীর ৮৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ২৪ টি নমুনা পজিটিভ যার ৫ টি ২য় নমুনা। তাই ফেনীতে নতুন আক্রান্ত রোগী ১৯ জন। ফুলগাজী ৯ পরশুরাম ৪  সদর ৩ সোনাগাজী ৩। মোট রোগী  ৫১৪ জন। নতুন সুস্থ ৭ জন।সর্বমোট সুস্থ ১১৯ জন। নতুন মৃত্যু ১ জন। সর্বমোট মৃত্যু ১১ জন।